Header Ads

Header ADS

ফ্রিল্যান্সিং নিয়ে বেসিক থেকে আলোচনা শুরু

Basic start with HTML


পর্ব ১
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন।এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে কি কাজ করবেন?আপনি যদি ডিজাইন করতে পারেন,আরটিকাল লেখতে পারেন,বিভিন্ন ধরনের সার্ভে করতে পারেন,ডাটা এনট্রি করতে পারেন,মোট কথা আপনি যা পারেন তা করলেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।

এবার আপনার প্রশ্ন জাগতে পারে কে দেবে কাজ?পশ্চিমা উন্নত দেশ গুলোতে যেখানে শ্রমের প্রারিশ্রমিক অনেক বেশি,সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ব্যক্তিবর্গ এত বেশি পারিশ্রমিক দিয়ে কাজ করতে আগ্রহ হন না।তখন তারা চান অনুন্নত দেশের দক্ষ লোকজন দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে তাদের এই কাজ গুলো করিয়ে নিতে।আর আমাদের দেশের মত অনুন্নত দেশের দক্ষ লোকজন কম টাকার বিনিময়ে তাদের এই কাজ গুলো করে দেয়।আর কাজ প্রদান করা থেকে শুরু করে কাজ সম্পাদন,কাজ হস্তান্তর,টাকা প্রদান এই সমস্থ কিছুই হয়ে থাকে অনলাইনে।আর এভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে।
অপেক্ষা করুন ২য় পর্বের জন্য😍

No comments

Powered by Blogger.