Header Ads

Header ADS

ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয়???

 পর্ব ৩

ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয়???

 


ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা পাওয়ার একটি মূল কারন হচ্ছে ঘরে বসে আয় করা যায়।আপনি ঘরে বসে পৃথিবীর যে কোন জায়গার কাজ করতে পারবেন।আপনার প্রয়োজন নেই কোন অফিস।একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলেই খুব সহজেই ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।আর একটি কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আপনার কোন মামা চাচার সুপারিশ প্রয়োজন হবেনা।আপনার যোগ্যতাই সবচেয়ে বড় ব্যাপার।আপনি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন তবে আর কিছুর দরকার নেই।কাজ পাবেন আপনার যোগ্যতার ভিত্তিতে কোন সুপারিশ বা ঘুষের বিনিময়ে নয়।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি অনেক বেশি আয় করতে পারবেন।একজন সফল ফ্রিল্যান্সারের জন্য মাসে কয়েকলক্ষ্য টাকা উপার্জন করা কোন ব্যাপারই না।আপিনতো টাকা উপার্জন করবেন না করবেন ডলার।এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘন্টায় ২০০-২৫০ ডলার উপার্জন করে।এবার একটা ক্যালকুলেটর নিন,মোবাইল হলেও চলবে।মনে করেন দিনে ৮ ঘন্টা কাজ করলে ১ ডলার সমান ৮০ টাকা হয় মাসে কত টাকা ইনকাম করতে পারবেন।ফ্রিল্যান্সিং এ কাজের কোন অভাব নেই।মার্কেট প্লেসে দেখবেন মিনিটে শত শত কাজ টিউন হচ্ছে।প্রতিদিন নতুন নতুন ক্ষেত্র হচ্ছে ফ্রিল্যান্সিং এর।এর কাজের পরিধিও বাড়ছে।

বাংলাদেশের অনেকেই আছে যারা কাজের কিছু না জেনেই কাজে এপ্লাই করে ,কাজ যখন পায় তখন ফেসবুকে টিউন দেয়,ভাই কাজটি কিভাবে করবো।চিন্তা করেন অবস্থা।শুধু কাজ আর আজ।ফ্রিল্যান্সিং এ নিদিষ্ট কোন অফিস টাইম নেই।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যন্ত অফিস করতে হবে এমন কোন নিয়ম নেই।

আপনার যখন খুশি যেমন করে খুশিমত কাজ করবেন।ভাবুনতো এমন একটি পেশা,আপনি যেখানে খুশি যেমন খুশি তেমন ভাবে কাজ করছেন।অনেক অনেক টাকা ইনকাম করছেন।যেখানে খুশি বেড়াতে যেতে পারছেন।যা খুশি করতে পারছেন।এ সব কারনেই ফ্রিল্যান্সিং এত জনপ্রিয়।
চলছে....চলবে

No comments

Powered by Blogger.